কালবেলা
কালবেলা
====================@@@
পিছে হাসে কালবেলা!
যদি করে কেউ বাঁধনের বুকে
বিশ্বাস নিয়ে খেলা!
বোদ্ধা বুদ্ধু একই অন্তরে
আজীবন করে বাস,
তবুও চায় না একে অপরের
করতে সুখ বিনাশ।
হয়তো বলবে কখনো কি হতো
আলোর এতোটা দাম,
যদি না থাকতো তিয়াসীর বুকে
লেখা আলেয়ার নাম!
মানছি তা’বলে হোক ছলে দাঁত
পিষলে জিভকে সুরে,
না বুঝে কি রয় বেদনার ধারা
জ্বর সয়ে কিছু দূরে?
====================@@@
পিছে হাসে কালবেলা!
যদি করে কেউ বাঁধনের বুকে
বিশ্বাস নিয়ে খেলা!
বোদ্ধা বুদ্ধু একই অন্তরে
আজীবন করে বাস,
তবুও চায় না একে অপরের
করতে সুখ বিনাশ।
হয়তো বলবে কখনো কি হতো
আলোর এতোটা দাম,
যদি না থাকতো তিয়াসীর বুকে
লেখা আলেয়ার নাম!
মানছি তা’বলে হোক ছলে দাঁত
পিষলে জিভকে সুরে,
না বুঝে কি রয় বেদনার ধারা
জ্বর সয়ে কিছু দূরে?
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৮/০১/২০২২সুন্দর প্রকাশ।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৮/০১/২০২২বাহ্
-
জামাল উদ্দিন জীবন ০৮/০১/২০২২সুন্দর
-
শুভজিৎ বিশ্বাস ০৮/০১/২০২২সুন্দর কবিতা।
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৮/০১/২০২২সুন্দর
-
মোঃজাকিরুল চৌধুরী ০৮/০১/২০২২চমৎকার