www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাকুতি

কাকুতি
======================@@@

সূর্যটা আজ রুক্ষ ক্রোধী
কে ছুঁড়েছে ঢিল!
খাল খুঁজে তার শুকনো চোখে
আত্মভোলা চিল।

সিঁধ কেটে খায় তপ্ত পবন
পাখ-পাখালির গান,
যায় বোঝা ফল পত্র দেখে
বৃক্ষাদির আনচান।

প্রাণ কি হাসে ভ্যাপসা ঘরে
রুগ্ন রলে মন?
মাওলা তুমি মেঘ এনে দাও
বৃষ্টি কিছুক্ষণ!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০২৪

মন্তব্যসমূহ

 
Quantcast