কাকুতি
কাকুতি
======================@@@
সূর্যটা আজ রুক্ষ ক্রোধী
কে ছুঁড়েছে ঢিল!
খাল খুঁজে তার শুকনো চোখে
আত্মভোলা চিল।
সিঁধ কেটে খায় তপ্ত পবন
পাখ-পাখালির গান,
যায় বোঝা ফল পত্র দেখে
বৃক্ষাদির আনচান।
প্রাণ কি হাসে ভ্যাপসা ঘরে
রুগ্ন রলে মন?
মাওলা তুমি মেঘ এনে দাও
বৃষ্টি কিছুক্ষণ!
======================@@@
সূর্যটা আজ রুক্ষ ক্রোধী
কে ছুঁড়েছে ঢিল!
খাল খুঁজে তার শুকনো চোখে
আত্মভোলা চিল।
সিঁধ কেটে খায় তপ্ত পবন
পাখ-পাখালির গান,
যায় বোঝা ফল পত্র দেখে
বৃক্ষাদির আনচান।
প্রাণ কি হাসে ভ্যাপসা ঘরে
রুগ্ন রলে মন?
মাওলা তুমি মেঘ এনে দাও
বৃষ্টি কিছুক্ষণ!
মুগ্ধতা ভরা অনন্য লিখনশৈলী আপনার,,
সুনিপুণ সৃষ্টির মাধ্যমে।
শুভ কামনা রইলো আপনার সুস্থ,
সুন্দর আগামীর জন্য।