কাব্য লেখার কথা
কাব্য লেখার কথা
====================@@@
যখনই ঘটনা কোন হৃদে আঁকে রেখা,
কথা ও ছন্দ এসে দেয় ভাবএ দেখা।
তাল লয় ধরে কষি
তাইতো লিখতে বসি
এভাবেই দিনে দিনে বেশ হলো লেখা,
যদিও হয়নি জানি আজও কিছু শেখা!
বুঝেও ওদেরই যাচি নিরালার দোরে,
রেখে এ বুকের কোণে যতনে আদরে।
হয়তো মূল্যহীন
ভাবি তবু রোজ দিন
হোক না নবিশ ভেবে যদি কেউ পড়ে!
কিছু তো মূল্য তবে আসবে এ ঘরে!
কখনো বা রেগে ভাবি লিখবো না আর,
যতোই আসুক ওরা জ্বালাতে আবার।
তবু এ অবলা প্রীতি
দেয় কি গো নিষ্কৃতি!
ফুঁসলেও জেদ তাই ফের মানি হার।
থাকে কি তখন ভুলে চিন্তা অসার!
====================@@@
যখনই ঘটনা কোন হৃদে আঁকে রেখা,
কথা ও ছন্দ এসে দেয় ভাবএ দেখা।
তাল লয় ধরে কষি
তাইতো লিখতে বসি
এভাবেই দিনে দিনে বেশ হলো লেখা,
যদিও হয়নি জানি আজও কিছু শেখা!
বুঝেও ওদেরই যাচি নিরালার দোরে,
রেখে এ বুকের কোণে যতনে আদরে।
হয়তো মূল্যহীন
ভাবি তবু রোজ দিন
হোক না নবিশ ভেবে যদি কেউ পড়ে!
কিছু তো মূল্য তবে আসবে এ ঘরে!
কখনো বা রেগে ভাবি লিখবো না আর,
যতোই আসুক ওরা জ্বালাতে আবার।
তবু এ অবলা প্রীতি
দেয় কি গো নিষ্কৃতি!
ফুঁসলেও জেদ তাই ফের মানি হার।
থাকে কি তখন ভুলে চিন্তা অসার!
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৮/০৩/২০২২অপূর্ব লিখনশৈলী।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৩/২০২২ভাল।
-
মোঃজাকিরুল চৌধুরী ১৮/০৩/২০২২চমৎকার
-
আব্দুর রহমান আনসারী ১৮/০৩/২০২২হৃদয় দিয়ে লেখা