কাব্যের কথা
কাব্যের কথা
====================@@@
কাব্য বলো না তারে,
অসাড় বন্দে আপনাকে যেবা
খুঁজে ফিরে হাহাকারে!
চাঁদ-তারা যদি নিশীথের বুক
চিরতরে যায় ভুলি,
ব্যাকুল পিয়াসী সেও কি দেখবে
গগন দৃষ্টি তুলি?
রৌদ্রের ছটা যতোই সাজাক
তির্যক চোখে ক্ষণ,
হাসে না প্রকৃতি না দেখলে তবু
মেঘে মেঘে আলাপন!
জেনে যদি কেউ পিউ কুহু বিনে
খুলে ফাগুনের দ্বার,
বলবে কে দেখে কাব্যরা হলো
তথ্যের সমাহার??
====================@@@
কাব্য বলো না তারে,
অসাড় বন্দে আপনাকে যেবা
খুঁজে ফিরে হাহাকারে!
চাঁদ-তারা যদি নিশীথের বুক
চিরতরে যায় ভুলি,
ব্যাকুল পিয়াসী সেও কি দেখবে
গগন দৃষ্টি তুলি?
রৌদ্রের ছটা যতোই সাজাক
তির্যক চোখে ক্ষণ,
হাসে না প্রকৃতি না দেখলে তবু
মেঘে মেঘে আলাপন!
জেনে যদি কেউ পিউ কুহু বিনে
খুলে ফাগুনের দ্বার,
বলবে কে দেখে কাব্যরা হলো
তথ্যের সমাহার??
খুব ভালো লাগলো।