যখনই ভাবি
যখনই ভাবি
========================@@@
মোহ আর মায়া - পিদিমের কায়া
যতোই রাখুক কোলে,
রবি গেলে পাটে - ফেলে সবই ঘাটে
যেতে হবে জানি চলে।
হবে দেখা ফের - আবারও দোঁহের
মেঠো পথে রেখে দাবি?
বিষাদের জল - করে কতো ছল
যখনই এ’কথা ভাবি।
========================@@@
মোহ আর মায়া - পিদিমের কায়া
যতোই রাখুক কোলে,
রবি গেলে পাটে - ফেলে সবই ঘাটে
যেতে হবে জানি চলে।
হবে দেখা ফের - আবারও দোঁহের
মেঠো পথে রেখে দাবি?
বিষাদের জল - করে কতো ছল
যখনই এ’কথা ভাবি।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২০/০৮/২০২৩বেশ ভালো
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ২৮/০৬/২০২৩খুব ভালো লাগলো
-
আলমগীর সরকার লিটন ২৫/০৬/২০২৩বেশ সুন্দর ছড়া
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৫/০৬/২০২৩খুব সুন্দর ভাবনার প্রকাশ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/০৬/২০২৩অসামান্য