www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -৩৩ (জীবনের সারাংশ)

জীবনের সারাংশ
===========================@@@

অর্থ বিনে জীবন অনেকটাই
উত্তাল তরঙ্গের বুকে
হাল হারা তরীর মতো টালমাটাল।

নিশ্চয় উপার্জনের স্পৃহা-ই অদৃশ্য জোয়ার হয়ে
অন্তর নদীকে রাখে বহমান -
প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে।

তাই বলে কি -
রত্নের ভাণ্ডেই শুধু সক্ষম জীবন দীপ্তমান?

’জল থেকে মেঘ
মেঘ থেকে বৃষ্টি
বৃষ্টি থেকে সৃষ্টি’
চিরন্তন এই প্রক্রিয়াটি প্রকৃতির হলেও কিন্তু
জীবনেরই মূল সারাংশ।

’সমাধির শিরে নামাঙ্কিত দামি প্রস্তরখন্ড স্থাপন করে
লাভ করা যায় না অমরত্ব’
এ’ কথাটি তবু ক’জন বিশ্বাস করে
উটতি ধনেশ্বর?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৬/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast