জীবনের কথা
জীবনের কথা
====================@@@
ছাগের বক্ষে রেখে ভীরু ত্বরা
ফেলে চঞ্চলা শ্বাস,
রঙিলা বিলের ঝলমলে রোদে
দাবড়ে ধরেছি মাছ।
নামলে কখনো বৃষ্টির ধারা
টেনে সাহসের ঘানি,
ব্যাকুল দু’চোখে তবুও খুঁজেছি
সবুজের হাতছানি।
সবই গেছে ক্ষয়ে কালের গর্ভে
বিবর্ণ আজ বেলা,
ছাগ মাছ তাই অন্তরে করে
দিবা-নিশি জেগে খেলা।
====================@@@
ছাগের বক্ষে রেখে ভীরু ত্বরা
ফেলে চঞ্চলা শ্বাস,
রঙিলা বিলের ঝলমলে রোদে
দাবড়ে ধরেছি মাছ।
নামলে কখনো বৃষ্টির ধারা
টেনে সাহসের ঘানি,
ব্যাকুল দু’চোখে তবুও খুঁজেছি
সবুজের হাতছানি।
সবই গেছে ক্ষয়ে কালের গর্ভে
বিবর্ণ আজ বেলা,
ছাগ মাছ তাই অন্তরে করে
দিবা-নিশি জেগে খেলা।
মন্তব্যসমূহ
-
রূপক কুমার রক্ষিত ১৫/০৩/২০২২ভালো লাগলো
-
আলমগীর সরকার লিটন ১৫/০৩/২০২২সুন্দর ভাবনা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০৩/২০২২বেশ অনুভূতির।
-
ফয়জুল মহী ১৫/০৩/২০২২অনেক ভালো লাগলো লিখাটা
-
আব্দুর রহমান আনসারী ১৫/০৩/২০২২বেশ ভালো