জীবনের জয়গান
জীবনের জয়গান
=====================@@@
কখনো কি প্রাণ হারে?
বেঁচে থাকে সে তো সুহৃদের মাঝে
স্মৃতি মাখা আবদারে।
বসন্ত ঋতু বোশেখের বুকে
হারায়ে ফেললে তান,
তারই প্রেম স্মরে অনাহত থাকে
কোকিলের গলে গান।
নিঃশেষ হলে ঘন কালো মেঘ
আপনারে ক্ষয়ে ক্ষয়ে,
আজীবন জেগে প্রীতিময় সাড়া
বৃক্ষরা চলে বয়ে।
শাপলারও কথা পানি হারা বিল
অন্তরে রাখে জ্বালি,
নিশ্চিত তবে কর্ম না দেখে
পাগলও দেয় না তালি।
=====================@@@
কখনো কি প্রাণ হারে?
বেঁচে থাকে সে তো সুহৃদের মাঝে
স্মৃতি মাখা আবদারে।
বসন্ত ঋতু বোশেখের বুকে
হারায়ে ফেললে তান,
তারই প্রেম স্মরে অনাহত থাকে
কোকিলের গলে গান।
নিঃশেষ হলে ঘন কালো মেঘ
আপনারে ক্ষয়ে ক্ষয়ে,
আজীবন জেগে প্রীতিময় সাড়া
বৃক্ষরা চলে বয়ে।
শাপলারও কথা পানি হারা বিল
অন্তরে রাখে জ্বালি,
নিশ্চিত তবে কর্ম না দেখে
পাগলও দেয় না তালি।
শুভেচ্ছা অফুরন্ত।