www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টুকরো কথা -২৭ (জীবনের হিসাব)

জীবনের হিসাব
==========================@@@

এখনো নিভৃতে মুছি অক্ষির অগোছালো জল
এতো ভালোবাসি জেনেও
ফিরে আসেনি বলে ফুলটুসী!

কেটে অচল করেছে পরশ্রীকাতর উঁইয়ের মতি
যা জমিয়েছিলাম অর্থ একান্তই
তৈরির লক্ষ্যে উচ্চাসন!

জীবিকা নির্বাহের শেষ জুম চাষের স্বপ্ন?
সে তো কেড়েই চলেছে প্রতিনিয়ত
খাপছাড়া বিধ্বংসী বর্ষণ!

আর থাকে শান্তি সুখ,
খড়ের চালা তুল্য জীবনের সন্ধান একবার পেলে
নিঠুর কালবৈশাখীর জাতক!

অগত্যা সয়ে সয়েই বলি -
সব দোষ কপালের আর ওই আরশে আসীন বিধাতার!

লেন-দেনের খেরো খাতা নিয়ে আজ হিসাবে বসে
চার ভাগের তিন ভাগ পাতা টানতেই
একটা প্রশ্ন তবু সদর দরজায়
সজোরে করাঘাত করতে লাগলো -
’আমি পাওনাদার না কি দেনাদার?’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast