ঝাকানাকা (অণু)
ঝাকানাকা (অণু)
====================@@@
সবখানে রোজ মন মানুষের
লক্ষ্য হলে টাকা,
চাইলে কি আর সেই চলনের
বক্ষ থাকে ঢাকা!
লাগলে বরং দুখের বাদল
স্বার্থ দিবে ছলের মাদল
হুঁশ যেচে তাই মঞ্চ গড়ে
নাচবে ঝাকানাকা।
রাত্রে সেজে সিঁধ কাটা চোর
দিনে সাধু পাকা।
====================@@@
সবখানে রোজ মন মানুষের
লক্ষ্য হলে টাকা,
চাইলে কি আর সেই চলনের
বক্ষ থাকে ঢাকা!
লাগলে বরং দুখের বাদল
স্বার্থ দিবে ছলের মাদল
হুঁশ যেচে তাই মঞ্চ গড়ে
নাচবে ঝাকানাকা।
রাত্রে সেজে সিঁধ কাটা চোর
দিনে সাধু পাকা।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৩/১০/২০২১ভালো।
-
অভিজিৎ হালদার ২৩/১০/২০২১ঠিক বলেছেন
-
শ.ম. শহীদ ২২/১০/২০২১চমৎকার!
-
ফয়জুল মহী ২২/১০/২০২১বাস্তবতা তুলে ধরলেন