হবে না কি ক্ষত
হবে না কি ক্ষত!
=====================@@@
সহজে ভেবো না বান্ধব তারে
ভীষণ দরদী সেজে,
নিত্তি দিলেও বাড়ি বাড়ি যেয়ে
যেচে ঘটি বাটি মেজে।
যাচাই না করে আস্থার দোরে
বরণ করলে অতি সমাদরে
যদি জানো মনে হবে না কি ক্ষত
লাজে হোক আফসোসে -
আলাদীনের সে চেরাগ খুঁজতে
এভাবেই চলে ঘষে!
=====================@@@
সহজে ভেবো না বান্ধব তারে
ভীষণ দরদী সেজে,
নিত্তি দিলেও বাড়ি বাড়ি যেয়ে
যেচে ঘটি বাটি মেজে।
যাচাই না করে আস্থার দোরে
বরণ করলে অতি সমাদরে
যদি জানো মনে হবে না কি ক্ষত
লাজে হোক আফসোসে -
আলাদীনের সে চেরাগ খুঁজতে
এভাবেই চলে ঘষে!
চমৎকার।