হিল্লা (অণু)
হিল্লা (অণু)
====================@@@
মাতবর ডেকে কয়
ওই বেটা বিল্লা,
উর্বরা জমি ফেলে
ঢাকা যাবি কিল্লা?
হেসে কয় বিল্লাল
ঘর আছে নেই থাল,
আবাদে কি হবে আর
উদরের হিল্লা!
তারচেয়ে চলো হাঁটি
তুমি আমি মিল্লা!!
====================@@@
মাতবর ডেকে কয়
ওই বেটা বিল্লা,
উর্বরা জমি ফেলে
ঢাকা যাবি কিল্লা?
হেসে কয় বিল্লাল
ঘর আছে নেই থাল,
আবাদে কি হবে আর
উদরের হিল্লা!
তারচেয়ে চলো হাঁটি
তুমি আমি মিল্লা!!
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০৬/১১/২০২১শব্দগুলো খুব সুন্দর হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ০৬/১১/২০২১বাঃ, ভাল।
-
অভিজিৎ হালদার ০৬/১১/২০২১ওহ ভালো
-
আলমগীর সরকার লিটন ০৬/১১/২০২১বাহ চমৎকার ছড়া