www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিজলের ধারে

হিজলের ধারে
========================@@@

যাও না ঐ বাটে আর জানি তুমি
ক্ষণিক ভাবো না তারে ক্ষীণ আফসোসে,
তৃষ্ণার্ত দুপুর বেলা যার পানে চেয়ে
কোকিল ডাকতো কুহু চির চেনা নীচু ডালে বসে।

নিশ্চয় বাতাসে ঠেলে ছন্নছাড়া বালি
আজো কিনে সেই বাট গো-ছাগের তীক্ষ্ণ জোড়া খুর,
সজল দু’অক্ষি মেলে মাছরাঙা খুঁজে
পুকুরের ঘোলা জলে খলশের সাবধানী সুর।
পদপিষ্ট খড় পেয়ে সোনালী বরন,
করে জানি গোধূলিরে বাসরে বরণ।

শিমুলের ফুল দেখে ছন্দিত সরবে
শালিকের কণ্ঠে ওরা হয়তো বা আমাকেও ডাকে,
অথচ রয়েছি আমি কতো দুর্বিপাকে!
নামলে রক্তিম সূর্য তন্দ্রালু সে’ আড়ে,
ব্যাকুল দু’পায়ে জাগা ঘুঙুরের গান
আশায় বাজে না বলে ক্ষণকাল হিজলের ধারে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/১০/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast