হে মোর কবি (ট্রায়োলেট)
হে মোর কবি! (ট্রায়োলেট)
====================@@@
পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিড়ে,
আমি খুঁজি সিক্ত ঘাসে তোমার ছবি
পূব আকাশে উঠে যখন রাঙা রবি।
যে পথ দিয়ে তুমি গেছো হে মোর কবি
আজও এ মন চায় সে’দিকে ফিরে ফিরে,
পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিড়ে।
====================@@@
পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিড়ে,
আমি খুঁজি সিক্ত ঘাসে তোমার ছবি
পূব আকাশে উঠে যখন রাঙা রবি।
যে পথ দিয়ে তুমি গেছো হে মোর কবি
আজও এ মন চায় সে’দিকে ফিরে ফিরে,
পূব আকাশে উঠে যখন রাঙা রবি
খুব সকালে হিম কুহেলীর বক্ষ চিড়ে।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৬/১২/২০২১সুন্দর কবি দা
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৬/১২/২০২১nice work
-
ফয়জুল মহী ০৫/১২/২০২১খুব সুন্দর,
-
সাইয়িদ রফিকুল হক ০৫/১২/২০২১ভাল।