হারানোর প্রাণ (টুকরো কথা)
হারানোর প্রাণ (টুকরো কথা)
====================@@@
সবার আগে আমি তাকেই হারিয়েছি -
যাকে সবচে’ বেশী হারানোর ভয়ে
বুক দিয়ে আগলে রাখতে চাইতাম!
ঠিক তারপরই বলেছিলাম -
এ’ পৃথিবীতে আমার আর
এমনতর হারানোর মতো কিছুই নেই!
হয়তো বা তাই তার স্মৃতি
আমার এ’ মনে আজও সমুজ্জ্বল!!
====================@@@
সবার আগে আমি তাকেই হারিয়েছি -
যাকে সবচে’ বেশী হারানোর ভয়ে
বুক দিয়ে আগলে রাখতে চাইতাম!
ঠিক তারপরই বলেছিলাম -
এ’ পৃথিবীতে আমার আর
এমনতর হারানোর মতো কিছুই নেই!
হয়তো বা তাই তার স্মৃতি
আমার এ’ মনে আজও সমুজ্জ্বল!!
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/০১/২০২৩বেশ ভাল লাগলো কবিতা।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০১/২০২৩সুন্দর ব্যাখ্যা।