গাট্টা মারে ছড়া
গাট্টা মারে ছড়া
======================@@@
শীতকে যারা গ্রীষ্ম বলে
বানকে প্রখর খরা -
তাদের) গাট্টা মারে ছড়া!
প্রাণ না হলে পরের তরে
গিট্টু বেড়ে মনে,
লাভ কি সেজে সত্য সাধু
ধর্মালয়ের কোণে?
স্বার্থ পেতে বুকের কূলে
বর্ণ ভেদের দেয়াল তুলে
দেখলে যে কেউ ঢুলছে ধুলে
গর্বে বলে মরা -
তাদের) গাট্টা মারে ছড়া!
সবুজ পাতার দোল বা নাচন
যতোই বাড়াক মান,
বুক না র’লে মাটির টানে
বাজবে কিরে গান!
ভাণ্ডে পেতে বিরল জ্যোতি
নিতুই রোপে বক্র মতি
দেখলে যে কেউ নিঃস্ব অতি
গর্বে বলে ঝরা -
তাদের) গাট্টা মারে ছড়া!
======================@@@
শীতকে যারা গ্রীষ্ম বলে
বানকে প্রখর খরা -
তাদের) গাট্টা মারে ছড়া!
প্রাণ না হলে পরের তরে
গিট্টু বেড়ে মনে,
লাভ কি সেজে সত্য সাধু
ধর্মালয়ের কোণে?
স্বার্থ পেতে বুকের কূলে
বর্ণ ভেদের দেয়াল তুলে
দেখলে যে কেউ ঢুলছে ধুলে
গর্বে বলে মরা -
তাদের) গাট্টা মারে ছড়া!
সবুজ পাতার দোল বা নাচন
যতোই বাড়াক মান,
বুক না র’লে মাটির টানে
বাজবে কিরে গান!
ভাণ্ডে পেতে বিরল জ্যোতি
নিতুই রোপে বক্র মতি
দেখলে যে কেউ নিঃস্ব অতি
গর্বে বলে ঝরা -
তাদের) গাট্টা মারে ছড়া!
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/০৯/২০২৩চমৎকার
-
ফয়জুল্লাহসাকি ২৯/০৯/২০২৩সত্যি অসাধারণ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৯/২০২৩অনন্য