গ্রীষ্মের এক দুপুরে
গ্রীষ্মের এক দুপুরে
====================@@@
ভর দুপুরে জীম ছুঁড়ে এক
চুপটি গাছে ঢিল,
ভাবছে কোথায় আম গোটা দুই!
সজাগ রেখে দিল।
হঠাৎ শুনে জেঠার গলা
খুলছে ঘরের দোর,
করবে কি ভাই বলতে পারো?
নামলো চোখে ঘোর।
গল ছেড়ে যেই হাঁকলো কে রে
মুখটা দেখি বাপ!
আর কে থাকে? দৌড়ে দিলো
গাঙের জলে ঝাঁপ।
====================@@@
ভর দুপুরে জীম ছুঁড়ে এক
চুপটি গাছে ঢিল,
ভাবছে কোথায় আম গোটা দুই!
সজাগ রেখে দিল।
হঠাৎ শুনে জেঠার গলা
খুলছে ঘরের দোর,
করবে কি ভাই বলতে পারো?
নামলো চোখে ঘোর।
গল ছেড়ে যেই হাঁকলো কে রে
মুখটা দেখি বাপ!
আর কে থাকে? দৌড়ে দিলো
গাঙের জলে ঝাঁপ।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১০/০৭/২০২৩🌹🌹
-
ফয়জুল মহী ০৭/০৭/২০২৩অসাধারণ লিখেছেন কবি
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৭/০৭/২০২৩🌹
-
বিধান চন্দ্র ধর ০৭/০৭/২০২৩চমৎকার একটা লেখা। দারুণ ছন্দময়। লিখতে থাকুন কবিবর।
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ০৭/০৭/২০২৩অসাধারণ