গিট্টুর ব্যথা
গিট্টুর ব্যথা
====================@@@
গিট্টু বেড়েই হইছে জীবন মাটি,
চিন্তারা সব চলতো যখন
পা পা হাঁটি হাঁটি!
আজকে ভেবে কাঁদি,
হৃদ গহীনের সব সোনা মোর
ক্যামনে হলো চাঁদি!
আর পারি না দৌড়ে যেতে মাঠে,
কিংবা তুলে শাপলা শালুক
নৌকা বাঁধার ঘাটে!
মন খুঁজে ওই পাটে,
নেই কেন সেই চঞ্চলা দিন
চৈতী ধুলোর বাটে!
সব নিয়েছে কাল তা হৃদয় জেনে,
রাত দিবসে চলছে তবু
ময়দা স্মৃতির ছেনে!
কোন্ ঘুড়ি নেয় মেনে,
উড়তে গেলেই প্রাণ যদি তার
লাটাই ধরে টেনে!
====================@@@
গিট্টু বেড়েই হইছে জীবন মাটি,
চিন্তারা সব চলতো যখন
পা পা হাঁটি হাঁটি!
আজকে ভেবে কাঁদি,
হৃদ গহীনের সব সোনা মোর
ক্যামনে হলো চাঁদি!
আর পারি না দৌড়ে যেতে মাঠে,
কিংবা তুলে শাপলা শালুক
নৌকা বাঁধার ঘাটে!
মন খুঁজে ওই পাটে,
নেই কেন সেই চঞ্চলা দিন
চৈতী ধুলোর বাটে!
সব নিয়েছে কাল তা হৃদয় জেনে,
রাত দিবসে চলছে তবু
ময়দা স্মৃতির ছেনে!
কোন্ ঘুড়ি নেয় মেনে,
উড়তে গেলেই প্রাণ যদি তার
লাটাই ধরে টেনে!
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ৩০/০৩/২০২৩সুন্দর অনুভূতির প্রকাশ।
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৩/২০২৩ভাল।