টুকরো কথা -৩০ (ঘুমের রাজ্যে)
ঘুমের রাজ্যে
===========================@@@
চাইলেই ঘুমানো যায় না
নির্মল আকাশের বুকে সহজেই রোজনামচা সঁপে
ডেকে ডেকে ক্লান্ত হয়ে পড়া ঘুগরির মতো,
নিশুতিতে।
প্রকৃত ঘুমের জন্য প্রয়োজন
বৈরী প্রকৃতির বক্র নজর থেকে বাঁচিয়ে
ক্ষেতের সর্বশেষ ধান ঘরে তোলা কৃষকের
মখমলী প্রশান্তি।
সুযোগে এক লোকমা গভীর আচ্ছন্নতার সাক্ষাৎ
প্রতিটি জীবনেরই কাম্য, সহসা
যদিও নিদ্রা দেবী তার রাজ্যে সবাইকে
মনে করে না খাস মেহমান।
বিশেষ করে দিনে দিনে কোমলতা ক্ষয়ে
যাদের চিন্তন হয়ে উঠে
জ্বালামুখহীন উত্তপ্ত আগ্নেয়গিরির হৃদপিণ্ড।
এই তথ্য শুধুমাত্র মানুষের জন্যই প্রযোজ্য!
===========================@@@
চাইলেই ঘুমানো যায় না
নির্মল আকাশের বুকে সহজেই রোজনামচা সঁপে
ডেকে ডেকে ক্লান্ত হয়ে পড়া ঘুগরির মতো,
নিশুতিতে।
প্রকৃত ঘুমের জন্য প্রয়োজন
বৈরী প্রকৃতির বক্র নজর থেকে বাঁচিয়ে
ক্ষেতের সর্বশেষ ধান ঘরে তোলা কৃষকের
মখমলী প্রশান্তি।
সুযোগে এক লোকমা গভীর আচ্ছন্নতার সাক্ষাৎ
প্রতিটি জীবনেরই কাম্য, সহসা
যদিও নিদ্রা দেবী তার রাজ্যে সবাইকে
মনে করে না খাস মেহমান।
বিশেষ করে দিনে দিনে কোমলতা ক্ষয়ে
যাদের চিন্তন হয়ে উঠে
জ্বালামুখহীন উত্তপ্ত আগ্নেয়গিরির হৃদপিণ্ড।
এই তথ্য শুধুমাত্র মানুষের জন্যই প্রযোজ্য!
মন্তব্যসমূহ
-
পরিতোষ ভৌমিক ২ ১৪/০৬/২০২৩অনন্য । খুব ভালো লাগলো আপনার লেখা ।
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৬/২০২৩অনিন্দ্যসুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৬/২০২৩অপূর্ব