www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঘন্টি বাবুর ব্রেন (রম্য)

ঘন্টি বাবুর ব্রেন (রম্য)
====================@@@

পরশিরা কয় ঘন্টি বাবু
অন্য রকম জ্ঞানী,
আজ দেখি সে লিখছে খাতায়
মাছি পোষা প্রাণী।

দুই ধারে দুই পাখা আছে
একটা মাছির চোখ,
মা-বাবা তাই মরলে জেনো
অল্প করে শোক।

মাথা ভরা কোঁকড়ানো চুল
নয়টা দীঘল পা,
ইস্কুলে রোজ যায় না ওরা
খায় দু’বেলা চা।

রাগ না করেই মেয়ে মাছি
হাজার টানুক কান,
খুব বোকা সব মর্দা মাছি
গায় না তবু গান।

ঠোঁট সবারই মেরুন কালার
ঘুমায় পেলে ড্রেন,
এবার বলুন ঘন্টি বাবুর
কেমন মাথার ব্রেন!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast