জ্ঞানই চাষী
জ্ঞানই চাষী
====================@@@
রয় যদি কেউ মাটির পাশাপাশি,
হোক চলা তার বাইশ কিংবা
কড়া-গন্ডায় আশি।
নয় তবুও চাষী,
ধরলে সে হাল জো না বুঝে
রোজ হয়ে উচ্ছ্বাসী।
তেমনি যে কেউ অমার সাথে যুঝি,
নিদ্রাহীনেই যায় যদি সেই
সত্তাটারে খুঁজি।
মিলবে কি তার পুঁজি?
জ্ঞান না দিলে পথের দিশা
চক্ষু দু’টি বুজি!
====================@@@
রয় যদি কেউ মাটির পাশাপাশি,
হোক চলা তার বাইশ কিংবা
কড়া-গন্ডায় আশি।
নয় তবুও চাষী,
ধরলে সে হাল জো না বুঝে
রোজ হয়ে উচ্ছ্বাসী।
তেমনি যে কেউ অমার সাথে যুঝি,
নিদ্রাহীনেই যায় যদি সেই
সত্তাটারে খুঁজি।
মিলবে কি তার পুঁজি?
জ্ঞান না দিলে পথের দিশা
চক্ষু দু’টি বুজি!
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০৫/১২/২০২১সুন্দর মনোভাব
-
ফয়জুল মহী ০৪/১২/২০২১চমৎকার অনুভবে দারুণ ভাবনার প্রতিফলন ।
-
বিধান চন্দ্র ধর ০৪/১২/২০২১ভালো হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১২/২০২১ভাল লাগল।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/১২/২০২১আকর্ষণীয় !
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/১২/২০২১বেশ গভীরতা।
-
আলমগীর সরকার লিটন ০৪/১২/২০২১সুন্দর কবি দা