জ্ঞানীর স্বপ্ন
জ্ঞানীর স্বপ্ন
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
মন গহীনের স্বপ্ন খাসা
জ্ঞান গরিমায় গড়লে বাসা
কেউ কভু কি শুদ্ধ আশা
রুখতে পারে তার,
হয় যদি তা পদ চলনে
মন মননের সার??
থাক যত বীজ অনাদরে
হোক ঘরে বা ছাই পাগাড়ে
অঙ্কুরী আশ যায় কি মরে
কিংবা খরায় মন,
জাগ্রত বা সুপ্ত শ্বাসে
রয় যদি তার ভ্রুন??
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
মন গহীনের স্বপ্ন খাসা
জ্ঞান গরিমায় গড়লে বাসা
কেউ কভু কি শুদ্ধ আশা
রুখতে পারে তার,
হয় যদি তা পদ চলনে
মন মননের সার??
থাক যত বীজ অনাদরে
হোক ঘরে বা ছাই পাগাড়ে
অঙ্কুরী আশ যায় কি মরে
কিংবা খরায় মন,
জাগ্রত বা সুপ্ত শ্বাসে
রয় যদি তার ভ্রুন??
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ২৭/১২/২০২০চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ হে সুপ্রিয় কবি।
-
ফয়জুল মহী ২৬/১২/২০২০কবিতায সুন্দর বুনন।
-
পি পি আলী আকবর ২৬/১২/২০২০অসাধারণ
-
Md. Rayhan Kazi ২৬/১২/২০২০অসাধারণ লেখনী
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৬/১২/২০২০অনেক অনেক সুন্দর। শুভেচ্ছা।
-
বাসেদ সরকার ২৬/১২/২০২০Outstanding writing