জ্ঞানের বাস
জ্ঞানের বাস
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
জ্ঞানহীনে আশ রোপণ করে
বেশ সাজায়ে গুল,
হয়তো পারো লোক সমাজের
চক্ষে দিতে ধুল,
ফুটবে তাতে ফুল!
বেল না যেতেই দেখবে পোকে
সব খেয়েছে মূল!
সার জেনে কেউ শুদ্ধ মনে
করলে জ্ঞানের চাষ,
রুখবে কে তার আশ!
ঠিক মিলে তার আত্ম সুখে
তৃপ্তি বারো মাস।
হয় কভু তার নাশ!
স্বর্গটা যার গুল সেজে নেয়
মন গহীনে বাস!!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
জ্ঞানহীনে আশ রোপণ করে
বেশ সাজায়ে গুল,
হয়তো পারো লোক সমাজের
চক্ষে দিতে ধুল,
ফুটবে তাতে ফুল!
বেল না যেতেই দেখবে পোকে
সব খেয়েছে মূল!
সার জেনে কেউ শুদ্ধ মনে
করলে জ্ঞানের চাষ,
রুখবে কে তার আশ!
ঠিক মিলে তার আত্ম সুখে
তৃপ্তি বারো মাস।
হয় কভু তার নাশ!
স্বর্গটা যার গুল সেজে নেয়
মন গহীনে বাস!!
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৫/২০২২বাঃ সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৩/১২/২০২০Outstanding
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১২/১২/২০২০সুন্দর।
-
পি পি আলী আকবর ১২/১২/২০২০ভালো
-
ফয়জুল মহী ১২/১২/২০২০বেশ সমৃদ্ধময় চয়ন