ফুটু
ফুটু
======================@@@
ফুটু তো ওই গাঁয়ের ছেলে
সখ্যে গড়ে স্মৃতি,
শুকনো পাতার শব্দে খুঁজে
বক শালিকের গীতি।
দাবড়ে বেড়ায় ঘাট ও বাটে
ইচ্ছে হলে বাগে,
ঘুম থেকে রোজ ভোরে উঠে
সূর্য জাগার আগে।
সবুজ মাঠের ছাগ গো ভেড়া
নিত্য যে তার সাথী,
ডাংগুলি বল বৌচি গুডু
থাকেই বুকে মাতি।
দেয় এনে সুখ শান্তি মনে
স্নিগ্ধ সতেজ বায়ু,
নকশিকাঁথার ফোঁড় গুনে পায়
পল্লী মায়ের আয়ু।
চায় না সে বাস দালান ঘরে
ক্ষেতের সারেই রাজি,
দিন করে পার গানের তালে
রাত্রে ঘুমের কাজী।
======================@@@
ফুটু তো ওই গাঁয়ের ছেলে
সখ্যে গড়ে স্মৃতি,
শুকনো পাতার শব্দে খুঁজে
বক শালিকের গীতি।
দাবড়ে বেড়ায় ঘাট ও বাটে
ইচ্ছে হলে বাগে,
ঘুম থেকে রোজ ভোরে উঠে
সূর্য জাগার আগে।
সবুজ মাঠের ছাগ গো ভেড়া
নিত্য যে তার সাথী,
ডাংগুলি বল বৌচি গুডু
থাকেই বুকে মাতি।
দেয় এনে সুখ শান্তি মনে
স্নিগ্ধ সতেজ বায়ু,
নকশিকাঁথার ফোঁড় গুনে পায়
পল্লী মায়ের আয়ু।
চায় না সে বাস দালান ঘরে
ক্ষেতের সারেই রাজি,
দিন করে পার গানের তালে
রাত্রে ঘুমের কাজী।
অনেক বেশি পায়
তাইতো হৃদয় গাঁকে খোঁজে
তারই পরশ চায়।