ফেলে দিস্ নে মা
ফেলে দিস্ নে মা!
বোরহানুল ইসলাম লিটন
====================
দিস্ নে আমায় ফেলে
আমি মাগো তোর ছেলে
আমার কি নেই মাগো বাঁচিবার আশ?
কেন তবে অনাদরে ছুঁড়ে দিবি মোরে?
আমার জায়গাটা কি ভাগারের পাশ?
মাতা পিতা নেই যার দুনিয়ার বুকে,
তারা কি বাঁচে না মাগো, সুখে বা কি দুখে?
পাপী এ জীবন বলে
যাবো আমি দূরে চলে
কোনদিন আসবো না সম্মুখে তোর।
তবু কি ফেলবি মাগো গলা টিপে মেরে?
আমি কি পাবো না দেখা জীবনের ভোর?
পাপের ফসল বলে গালি দিলে কেউ
যতই উঠুক মনে বেদনার ঢেউ,
না বলে মা তোর কথা
হৃদয়ে গাঁথিব ব্যথা
তবুও থাকুক বেঁচে তোর সম্মান।
তুই কি মা পারিস না দয়া ভরা মনে
না মেরে করতে এই জীবনটা দান?
মাতা বলে ডাক দিলে যদি যায় মান,
আমি কি নয়কো মাগো বিধাতার দান?
কামনা পাতকী খেলা
আমার জীবনী বেলা
কে দিবে শোধরে মাগো আগামীর পথ?
তবে কি মা থেমে যাবে ভাগারের বুকে
আঁধারে জন্ম এই জীবনের রথ???
বোরহানুল ইসলাম লিটন
====================
দিস্ নে আমায় ফেলে
আমি মাগো তোর ছেলে
আমার কি নেই মাগো বাঁচিবার আশ?
কেন তবে অনাদরে ছুঁড়ে দিবি মোরে?
আমার জায়গাটা কি ভাগারের পাশ?
মাতা পিতা নেই যার দুনিয়ার বুকে,
তারা কি বাঁচে না মাগো, সুখে বা কি দুখে?
পাপী এ জীবন বলে
যাবো আমি দূরে চলে
কোনদিন আসবো না সম্মুখে তোর।
তবু কি ফেলবি মাগো গলা টিপে মেরে?
আমি কি পাবো না দেখা জীবনের ভোর?
পাপের ফসল বলে গালি দিলে কেউ
যতই উঠুক মনে বেদনার ঢেউ,
না বলে মা তোর কথা
হৃদয়ে গাঁথিব ব্যথা
তবুও থাকুক বেঁচে তোর সম্মান।
তুই কি মা পারিস না দয়া ভরা মনে
না মেরে করতে এই জীবনটা দান?
মাতা বলে ডাক দিলে যদি যায় মান,
আমি কি নয়কো মাগো বিধাতার দান?
কামনা পাতকী খেলা
আমার জীবনী বেলা
কে দিবে শোধরে মাগো আগামীর পথ?
তবে কি মা থেমে যাবে ভাগারের বুকে
আঁধারে জন্ম এই জীবনের রথ???
মন্তব্যসমূহ
-
কল্পনা বিলাসী ৩১/১০/২০২০মা ছাড়া কে্উ বুঝেনা
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৪/০৭/২০২০মা অমূল্য রতন।
-
ওমর ফারুক ১৪/০৭/২০২০অসাধারণ অনবদ্য লেখনী
-
এম. মাহবুব মুকুল ১৪/০৭/২০২০দারুণ ! অনবদ্য কাব্যশৈলী।
-
ফয়জুল মহী ১৪/০৭/২০২০অনন্য সুন্দর কাব্য Il
-
Md. Rayhan Kazi ১৪/০৭/২০২০বাহ্ চমৎকার
-
পি পি আলী আকবর ১৪/০৭/২০২০দারুণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/০৭/২০২০nice