একটু সহানুভূতি
একটু সহানুভূতি
বোরহানুল ইসলাম লিটন
========================@@@
সাম্য প্রীতির শুভ্র ধারা - বয় যদি তা জগত সারা
দীন হলে রোজ সর্বহারা
থাকবে দুখী কেউ?
জান যদি হয় পরের তরে - মন কেন তুই থাকিস ঘরে?
দ্যাখ সেজে তুই সখ্য স্বরে
আলাদীনের দেউ।
উষ্ণ ওমের একটু আশে - আজ যদি রয় পথের পাশে
দীন দুখীরা ভগ্ন শ্বাসে
খুঁজতে আশার ত্রাণ,
বুঝতে কি সেই অনুভূতি - হয় ভেবে হোক একটু গতি
করবি না তুই অল্প অতি
বস্ত্র ওদের দান?
বোরহানুল ইসলাম লিটন
========================@@@
সাম্য প্রীতির শুভ্র ধারা - বয় যদি তা জগত সারা
দীন হলে রোজ সর্বহারা
থাকবে দুখী কেউ?
জান যদি হয় পরের তরে - মন কেন তুই থাকিস ঘরে?
দ্যাখ সেজে তুই সখ্য স্বরে
আলাদীনের দেউ।
উষ্ণ ওমের একটু আশে - আজ যদি রয় পথের পাশে
দীন দুখীরা ভগ্ন শ্বাসে
খুঁজতে আশার ত্রাণ,
বুঝতে কি সেই অনুভূতি - হয় ভেবে হোক একটু গতি
করবি না তুই অল্প অতি
বস্ত্র ওদের দান?
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৫/২০২২চমৎকার। সুন্দর।
-
শ.ম. শহীদ ২৬/১১/২০২০চমৎকার
-
এম. মাহবুব মুকুল ২৫/১১/২০২০দারুণ কাব্যৈশলী।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/১১/২০২০চমৎকার।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১১/২০২০সুন্দর-ভাবনা।
-
Md. Jahangir Hossain ২৫/১১/২০২০সুন্দর।
-
ফয়জুল মহী ২৫/১১/২০২০সুনির্মাণে সমুজ্জ্বল লেখা।