একটা রুচির ফুঁক
একটা রুচির ফুঁক
=====================@@@
সাইফুদ্দিনের মেজো চাচা
খায় সে খুবই কম,
চা প্রাতে আর ত্রিশটি লুচি
প্লেট দু’ আলুর দম।
দুপুর বেলা মাছ মাংস ডাল
রান্না হলে বেশ,
চার জনের ভাত এক নিমেষে
একাই করে শেষ।
চায় না কিছুই রাত্রে বসে
বিশটি রুটির পর,
একটু যা খায় গোল্লা পায়েস
রুখতে শুধু জ্বর।
ঘুরে বেড়ায় মুখ করে ভার
লেগেই থাকে ভুক,
বদ্যি পেলেই কয় ‘দে না ভাই
একটা রুচির ফুঁক!’
=====================@@@
সাইফুদ্দিনের মেজো চাচা
খায় সে খুবই কম,
চা প্রাতে আর ত্রিশটি লুচি
প্লেট দু’ আলুর দম।
দুপুর বেলা মাছ মাংস ডাল
রান্না হলে বেশ,
চার জনের ভাত এক নিমেষে
একাই করে শেষ।
চায় না কিছুই রাত্রে বসে
বিশটি রুটির পর,
একটু যা খায় গোল্লা পায়েস
রুখতে শুধু জ্বর।
ঘুরে বেড়ায় মুখ করে ভার
লেগেই থাকে ভুক,
বদ্যি পেলেই কয় ‘দে না ভাই
একটা রুচির ফুঁক!’
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২০/০১/২০২৩বেশ চমৎকার লিখেছেন
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২০/০১/২০২৩ভালো
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২০/০১/২০২৩বেশ!!