এসে গেছে রমজান
এসে গেছে রমজান
======================@@@
কেন ভাই বসে আছো মুখ করে ভার?
উঠেছে নতুন চাঁদ দ্যাখো একবার!
’আমি কি হাসতে পারি
বাবা যে গিয়েছে ছাড়ি!’
এই দ্যাখো বুঝেই নি সিয়ামের সার -
সব ক’টা খুলে গেছে স্বর্গের দ্বার!
এই যে সুহৃদ আজ কথা কেন কম?
’রোজা রেখে কন্ট্রোলে নিয়েছি এ’ দম!’
কোথা যাও ধেয়ে চাচা
সাথে নিয়ে কচি কাচা?
’ঘুরে ঘুরে খোঁজ নিই’ বলো বলো আর?
’এনে দিই যার ঘরে নেই ইফতার!’
এসো না ও জেঠা চলো মসজিদে যাই!
’ধর বেটা হাতখানা’ দয়া করো সাঁই!
ও সখা কাবু কি শীতে?
’দেখা হবে তারাবীতে!’
তোমরা কিসের দল? ‘কি নিয়েছি ভার?
সেহরিতে ডেকে-হেঁকে রাখি আবদার!’
(সকলের প্রতি রইল পবিত্র ‘মাহে রমজান’
এর প্রাণঢালা শুভেচ্ছা ও অন্তহীণ
শুভ কামনা!)
======================@@@
কেন ভাই বসে আছো মুখ করে ভার?
উঠেছে নতুন চাঁদ দ্যাখো একবার!
’আমি কি হাসতে পারি
বাবা যে গিয়েছে ছাড়ি!’
এই দ্যাখো বুঝেই নি সিয়ামের সার -
সব ক’টা খুলে গেছে স্বর্গের দ্বার!
এই যে সুহৃদ আজ কথা কেন কম?
’রোজা রেখে কন্ট্রোলে নিয়েছি এ’ দম!’
কোথা যাও ধেয়ে চাচা
সাথে নিয়ে কচি কাচা?
’ঘুরে ঘুরে খোঁজ নিই’ বলো বলো আর?
’এনে দিই যার ঘরে নেই ইফতার!’
এসো না ও জেঠা চলো মসজিদে যাই!
’ধর বেটা হাতখানা’ দয়া করো সাঁই!
ও সখা কাবু কি শীতে?
’দেখা হবে তারাবীতে!’
তোমরা কিসের দল? ‘কি নিয়েছি ভার?
সেহরিতে ডেকে-হেঁকে রাখি আবদার!’
(সকলের প্রতি রইল পবিত্র ‘মাহে রমজান’
এর প্রাণঢালা শুভেচ্ছা ও অন্তহীণ
শুভ কামনা!)
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৭/২০২৩অনিন্দ্যসুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ২৯/০৩/২০২৩ভাল।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/০৩/২০২৩অসাধারণ লাগল।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/০৩/২০২৩বেশ লাগলো
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/০৩/২০২৩বেশ লাগলো
-
ফয়জুল মহী ২৪/০৩/২০২৩নিপুণ বুনন কবি।