www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এলে-বেলে

এলে-বেলে
======================@@@

সেদিন দেখি গভীর রাতে
জানলা মেলে ‘কই দূরে!’
পুকুর পাড়েই জ্বলছে আলো
হাব-ভাবে যা ভূত ঘুরে।

জাগলো ভীতি বাঞ্ছা সাথে
কাণ্ডটা কি দেখতে হয়!
আবার ভাবি ঠিক হবে না
পেত্নীরাও এমন হয়।

মানছো বুঝি থামলো সে জিদ?
যেতেই হলো খুব চুপি,
বাপরে সোনা আঁধার তো নয় -!
বলতে পারো আজগুবি।

পৌঁছে দেখি আড়াল থেকে
খাই তো দোঁহে এক পাতে!
ক্যান ও একা টানছে বিড়ি
আঁকেই বা কি নক্সাতে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৬৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast