এক সাধুজী’র গান
এক সাধুজী’র গান
=========================@@@
শুনি এক সাধুজী’র গানে খুব দম,
দোষ শুধু জানে না সে কিবা সরগম।
ঢোল-বোল বামে গেলে গলা চলে ডানে,
বলে না তবু ‘ছি!’ কেউ খাটো জেনে কানে।
আজ দেখি নামি-দামি বিশেষণে সেজে,
উঠলো সে হাসি মুখে জমকালো স্টেজে।
ভাবা যায় গাইলো কি! গুণে বুঝে হালি,
কৌতুকই ভেবে সবে দিলো হাততালি।
=========================@@@
শুনি এক সাধুজী’র গানে খুব দম,
দোষ শুধু জানে না সে কিবা সরগম।
ঢোল-বোল বামে গেলে গলা চলে ডানে,
বলে না তবু ‘ছি!’ কেউ খাটো জেনে কানে।
আজ দেখি নামি-দামি বিশেষণে সেজে,
উঠলো সে হাসি মুখে জমকালো স্টেজে।
ভাবা যায় গাইলো কি! গুণে বুঝে হালি,
কৌতুকই ভেবে সবে দিলো হাততালি।
মন্তব্যসমূহ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১২/০৩/২০২৪ভালো থাকবেন
-
শ.ম. শহীদ ২৬/১১/২০২৩মজাদার।
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ২৫/১১/২০২৩বেশ
-
ফয়জুল মহী ২৫/১১/২০২৩চমৎকার লেখনী