দুইটি শিশির কণা
দুইটি শিশির কণা
====================@@@
দুইটি শিশির কণা
ঝরে পথের বাতায়,
একটি বসে ঘাসের ডগায়
অন্যে আশে ছোট্ট আঁখির পাতায়।
কেউ পেলো কি দাম!
সকাল হতেই সূর্য উঠে
নিলো দোঁহের শখ যা লুটে
একজনারে তুচ্ছ ভেবে
অন্যরে তার নেই বলে সুনাম।
====================@@@
দুইটি শিশির কণা
ঝরে পথের বাতায়,
একটি বসে ঘাসের ডগায়
অন্যে আশে ছোট্ট আঁখির পাতায়।
কেউ পেলো কি দাম!
সকাল হতেই সূর্য উঠে
নিলো দোঁহের শখ যা লুটে
একজনারে তুচ্ছ ভেবে
অন্যরে তার নেই বলে সুনাম।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৯/০৩/২০২২অনুপম ভাব ও ভাবনা।
-
ফয়জুল মহী ২০/১২/২০২১প্রাঞ্জল কথা ও নির্ঝর ভাষা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/১২/২০২১সুন্দর লিখেছেন।
-
আলমগীর সরকার লিটন ২০/১২/২০২১বেশ অনুভব
-
জামাল উদ্দিন জীবন ২০/১২/২০২১বেশ।