www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দু’টাকার আশা (সনেট)

দু’টাকার আশা (সনেট)
====================@@@

যৌবন অঙ্গার হলে বার্ধক্যের ধারে
বইবো বিধ্বস্ত দেহ বহ্নিমান শ্বাসে,
হারলে স্বপ্নিল প্রেম কলঙ্কের দ্বারে
বিক্ষত প্রত্যয়ে রবো অশনির পাশে।

সজীব ব্যস্ততা গেলে মরুদ্যানে থেমে
ভঙ্গুর আস্থার বুকে বাঞ্ছা দিবো সঁপি,
কর্তব্যের তীব্র ঘাতে ক্লান্তি এলে নেমে
অতৃপ্তি যা চষে যাবো কুণ্ঠাহীনে জপি।

দুরন্ত শৈশব তবু নিবো আমি লুটে
নিষ্পাপ ক্রন্দন ধারা এ হৃদয়ে যাচি,
পালাবো ইস্কুল থেকে শত বাঁধা টুটে
বাঁশরী উঠলে হৃদে অনুভবে নাচি।

বৈশাখী মেলায় যাবো ভেবে কথা পাকা,
রাখিস মা বেঁধে যদি অঞ্চলে দু’টাকা।

(সকলের প্রতি রইল বাংলা নববর্ষের
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা অনন্ত)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৪/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast