www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দমের তালে

দমের তালে
বোরহানুল ইসলাম লিটন
=====================@@@

যতই ওরা মন্দ বলুক
গর্বে করে ভৎসনা,

হয়তো ক’জন হাসলে তাতে
কষ্টে হৃদয় কাঁদবে ঘাতে,
কিংবা ভুবন হয় যদি ঘোর
বন্ধ করে সবকটা দোর,

তাই বলে কি দমের তালে
তোমায় আমি ডাকবো না??
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০২১

মন্তব্যসমূহ

  • ভালো
  • বাহ বেশ ছন্দময়
  • ফয়জুল মহী ০৬/০২/২০২১
    খুব সুন্দর অনুভূতির নিখুঁত কাব্য নির্মাণ, মুগ্ধতায় ছুঁয়ে গেলো মন।
    ভালোলাগা আকাশসম।
    শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
 
Quantcast