www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ডলছে

ডলছে!
====================@@@

মানুষের অন্তর - চেনা কি সহজতর?
চারিদিকে বহু রূপে
ঘুরছে,
কেউ পুষে বুকে ক্রোধ - কেউ রেখে আড়ে বোধ
তবুও সুযোগে কাদা
ছুঁড়েছে!

সভ্যের শত শনি - হয়ে আজ শিরোমণি
সমাজটা দিবা-নিশি
চুষছে,
দেখে কারো ভীরু মন - দিনে সেজে মহাজন
আফসোসে রাতে শুয়ে
ফুঁসছে!

হারিয়ে ছিন্ন ছাতা - বেহালে কালের দাতা
তবুও বাদল রোদে
চলছে,
কেঁদে শুধু ধরাতল - ক্ষয়ে তাতে মনোবল
আপনার বুক নিজে
ডলছে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০২/২০২২

মন্তব্যসমূহ

  • বাঃ, ভাল।
  • ফয়জুল মহী ১০/০২/২০২২
    চমৎকার লেখনী উপস্থাপন করা হয়েছে কবি
  • সেলিম রেজা সাগর ১০/০২/২০২২
    দারুণ
  • খুব সুন্দর লিখেছেন। ধন্যবাদ রইল।
 
Quantcast