ধারায় (অনু)
ধারায় (অনু)
====================@@@
বর্জ্য যদি
ভাবে ক্ষণিক রয়ে ,
নদীর বুকে
গড়বো মোদের কারা,
বাঞ্ছা যাবে
লোনার বুকে ক্ষয়ে,
থাকলে জেগে
নিত্য স্রোতের ধারা।
====================@@@
বর্জ্য যদি
ভাবে ক্ষণিক রয়ে ,
নদীর বুকে
গড়বো মোদের কারা,
বাঞ্ছা যাবে
লোনার বুকে ক্ষয়ে,
থাকলে জেগে
নিত্য স্রোতের ধারা।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৭/০৩/২০২২অনুপম
-
ফয়জুল মহী ২০/০১/২০২২Good
-
মোঃ আবিদ হাসান রাজন ২০/০১/২০২২ভালোই
-
শুভজিৎ বিশ্বাস ২০/০১/২০২২ছোটো কথা কিন্তু গভীরতম অর্থ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২০/০১/২০২২সুন্দর লেখনি।