দাও গো প্রভু
দাও গো প্রভু!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
দাও গো প্রভু চরণ তলে, ঠাঁই!
তুমি আমার প্রাণের স্বামী
তুমিই মালেক সাঁই।
যতই করি ছল চাতুরী
দম্ভে কথায় জারি জুরি
তিন ভুবনে তুমি ছাড়া
আর কেহ মোর নাই।
না যদি পাই তোমার কৃপার দ্বার,
বৃথাই যাবে মানব জনম
সব খোয়ে মান সার।
আমি তোমার দাস গো প্রভু
পারবে কি তা সইতে তবু
জ্ঞান বিনে শেষ অন্ধে হলে
পথের মাঝেই হার!!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
দাও গো প্রভু চরণ তলে, ঠাঁই!
তুমি আমার প্রাণের স্বামী
তুমিই মালেক সাঁই।
যতই করি ছল চাতুরী
দম্ভে কথায় জারি জুরি
তিন ভুবনে তুমি ছাড়া
আর কেহ মোর নাই।
না যদি পাই তোমার কৃপার দ্বার,
বৃথাই যাবে মানব জনম
সব খোয়ে মান সার।
আমি তোমার দাস গো প্রভু
পারবে কি তা সইতে তবু
জ্ঞান বিনে শেষ অন্ধে হলে
পথের মাঝেই হার!!
সবার কর জয়।