চৌকস বুড়ি
চৌকস বুড়ি
====================@@@
চোখ করে তাক ক্ষ্যান্তি বুড়ি
বসে বরই তলে,
বলনু ও সই তোমার নাতি
স্নান করে কি জলে?
শুনছি কোথাও হয় যদি বের
পরে নাকি জুতো?
ঘুড়ির সাথে নেয় কি হাতে
লাটাই ভরা সুতো?
বলছে ওরা খায় মেখে ভাত
ক্ষুধা পেলেই বসে!
সত্যি কি গো লুঙ্গিটা রোজ
গিট্টু মারে কষে?
বই নিয়ে সে ইস্কুলে যায়
কও তো লাগে ভালো?
সাঁঝের বেলা পড়তে কে নেয়
সামনে কুপির আলো?
মুচকি হেসে কয় বুড়ি তুই
আর শুনিসনি সারি -
’ঢিল ছুঁড়ে যে বরই গাছে
ভাঙে খুলি তারই!’
====================@@@
চোখ করে তাক ক্ষ্যান্তি বুড়ি
বসে বরই তলে,
বলনু ও সই তোমার নাতি
স্নান করে কি জলে?
শুনছি কোথাও হয় যদি বের
পরে নাকি জুতো?
ঘুড়ির সাথে নেয় কি হাতে
লাটাই ভরা সুতো?
বলছে ওরা খায় মেখে ভাত
ক্ষুধা পেলেই বসে!
সত্যি কি গো লুঙ্গিটা রোজ
গিট্টু মারে কষে?
বই নিয়ে সে ইস্কুলে যায়
কও তো লাগে ভালো?
সাঁঝের বেলা পড়তে কে নেয়
সামনে কুপির আলো?
মুচকি হেসে কয় বুড়ি তুই
আর শুনিসনি সারি -
’ঢিল ছুঁড়ে যে বরই গাছে
ভাঙে খুলি তারই!’
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৮/০১/২০২৩চমৎকার লিখেছেন।
-
শ.ম. শহীদ ২৯/১২/২০২২দারুণ এবং অভিনব।
-
শুভজিৎ বিশ্বাস ২৯/১২/২০২২এটা সুন্দর
-
ফয়জুল মহী ২৮/১২/২০২২দারুণ লেখা। ভীষণ ভালো লাগলো।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/১২/২০২২সুন্দর