চৈত্রের চুম
চৈত্রের চুম
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
চৈত্র মাসের চুম,
একদিকে ঘাম অন্যে ফসল
চলছে মাপার ধুম!
জল বিনে মাঠ রুক্ষ ধু ধু
কাঁদছে ফেটে বিল,
ভুখ লেগে তাই করছে বিলাপ
দুষ্টু গগন চিল।
তালকানা এক ছাগের ডাকে
ঘুরছে গরু দুর্বিপাকে
সব সয়েই আজ পাখ পাখালি
পারছে তবু ঝুম,
চৈত্র মাসের চুম।
একদিকে ঘাম অন্যে ফসল
চলছে মাপার ধুম!
বোরহানুল ইসলাম লিটন
====================@@@
চৈত্র মাসের চুম,
একদিকে ঘাম অন্যে ফসল
চলছে মাপার ধুম!
জল বিনে মাঠ রুক্ষ ধু ধু
কাঁদছে ফেটে বিল,
ভুখ লেগে তাই করছে বিলাপ
দুষ্টু গগন চিল।
তালকানা এক ছাগের ডাকে
ঘুরছে গরু দুর্বিপাকে
সব সয়েই আজ পাখ পাখালি
পারছে তবু ঝুম,
চৈত্র মাসের চুম।
একদিকে ঘাম অন্যে ফসল
চলছে মাপার ধুম!
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২২/০৪/২০২১মনোমুগ্ধকর
-
শ.ম. শহীদ ০৫/০৪/২০২১অসাধারণ। হার্দিক শুভকামনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৪/২০২১প্রকৃত চিত্র ফুটে উঠেছে চৈত্র মাসের। চারিদিকে মাটি ফাঁটানো রোদ।
-
মাহতাব বাঙ্গালী ২৯/০৩/২০২১চৈতালী হাওয়ার আলিঙনে প্রকৃতি অনন্য সাজ সাজ রবে...
-
মোহাম্মদ দীদার হোসেন (দীদার মাসুদ) ২৮/০৩/২০২১ভালো লাগলো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/০৩/২০২১খুবই সুন্দর।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৩/২০২১nice display...
-
আলমগীর সরকার লিটন ২৭/০৩/২০২১খুব সুন্দর
-
ফয়জুল মহী ২৭/০৩/২০২১প্রাণোৎসর্গে মায়াবী সুন্দরের বহিঃপ্রকাশ ।