টুকরো কথা -৫৫ (চিরন্তন)
টুকরো কথা -৫৫ (চিরন্তন)
=========================@@@
প্রতিনিয়ত নক্ষত্র খসে নামলেও জমিনে
কিছু আসবে যাবে না
ওই অন্তরীক্ষের।
বিধ্বংসী লহরি -
লণ্ডভণ্ড করলেও বালিয়াড়ি তট
বাড়বে বৈ কমবে না সমূদ্রের জলসীমা।
হে সুরবালা!
খোঁজ নিয়ে দ্যাখো
নিশুতির বক্ষভেদী ক্রন্দন শুনে
ক্ষণকালও থমকে দাঁড়ায় নি এই ধরাতল।
বলছো-
নিশাপতি বিহনে নিশি?
বাঁধনের তলে জাগা দুই সম্রাজ্যে
একের আগুনে অন্যে বাজাবে নিরোর বাঁশি
এহেন কল্পনাও তবে ছিলো না কি -
আঁতেলের চমলক্ক!
=========================@@@
প্রতিনিয়ত নক্ষত্র খসে নামলেও জমিনে
কিছু আসবে যাবে না
ওই অন্তরীক্ষের।
বিধ্বংসী লহরি -
লণ্ডভণ্ড করলেও বালিয়াড়ি তট
বাড়বে বৈ কমবে না সমূদ্রের জলসীমা।
হে সুরবালা!
খোঁজ নিয়ে দ্যাখো
নিশুতির বক্ষভেদী ক্রন্দন শুনে
ক্ষণকালও থমকে দাঁড়ায় নি এই ধরাতল।
বলছো-
নিশাপতি বিহনে নিশি?
বাঁধনের তলে জাগা দুই সম্রাজ্যে
একের আগুনে অন্যে বাজাবে নিরোর বাঁশি
এহেন কল্পনাও তবে ছিলো না কি -
আঁতেলের চমলক্ক!
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৩/১১/২০২৩অসাধারণ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/১১/২০২৩সুন্দর ভাবনা
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৬/১১/২০২৩খুব সুন্দর লিখেছেন।