চারটি পরমাণু
চারটি পরমাণু
====================@@@
(১) চিনলো না
উইঘুরে নেমে কালের সন্ধ্যা
খেয়েছে অনেকই ব্রেন,
চিনলো দেখে মনুষ্য সার
সিরিয়া বা ইয়েমেন!
(২) পারতাম যদি
পারতাম যদি দিতে এ’ হৃদয়ে
চান্দের আবাসন,
হতো না আঁধার গগনের বুক
ধরাতল আমাজন!
(৩) রহস্যময়ী
রহস্যময়ী সাবালিকা ছিলে
কালো রঙে হরতন,
যতোই দেখেছি হেরে গেছে বুকে
চিরায়ত পুরাতন!
(৪) বোধ হয়
ভালোবেসে এ’ ভাঁড়ারে যা জমেছে ফল -
দেখে আজ মনে হয়
চেয়েছিনু বোধ হয়
প্রখর দুপুরে রোজ কুয়াশার জল!
====================@@@
(১) চিনলো না
উইঘুরে নেমে কালের সন্ধ্যা
খেয়েছে অনেকই ব্রেন,
চিনলো দেখে মনুষ্য সার
সিরিয়া বা ইয়েমেন!
(২) পারতাম যদি
পারতাম যদি দিতে এ’ হৃদয়ে
চান্দের আবাসন,
হতো না আঁধার গগনের বুক
ধরাতল আমাজন!
(৩) রহস্যময়ী
রহস্যময়ী সাবালিকা ছিলে
কালো রঙে হরতন,
যতোই দেখেছি হেরে গেছে বুকে
চিরায়ত পুরাতন!
(৪) বোধ হয়
ভালোবেসে এ’ ভাঁড়ারে যা জমেছে ফল -
দেখে আজ মনে হয়
চেয়েছিনু বোধ হয়
প্রখর দুপুরে রোজ কুয়াশার জল!
শুভকামনা প্রিয় কবি।