www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চারটি পরমাণু

চারটি পরমাণু
====================@@@

(১) চিনলো না

উইঘুরে নেমে কালের সন্ধ্যা
খেয়েছে অনেকই ব্রেন,
চিনলো দেখে মনুষ্য সার
সিরিয়া বা ইয়েমেন!

(২) পারতাম যদি

পারতাম যদি দিতে এ’ হৃদয়ে
চান্দের আবাসন,
হতো না আঁধার গগনের বুক
ধরাতল আমাজন!

(৩) রহস্যময়ী

রহস্যময়ী সাবালিকা ছিলে
কালো রঙে হরতন,
যতোই দেখেছি হেরে গেছে বুকে
চিরায়ত পুরাতন!

(৪) বোধ হয়

ভালোবেসে এ’ ভাঁড়ারে যা জমেছে ফল -
দেখে আজ মনে হয়
চেয়েছিনু বোধ হয়
প্রখর দুপুরে রোজ কুয়াশার জল!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৩/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast