ছেঁড়া প্রশ্ন (ট্রায়োলেট)
ছেঁড়া প্রশ্ন (ট্রায়োলেট)
========================@@@
জনম যদি দিলা তুমি অতি ভালোবেসে,
তার কাছে ক্যান সঁপতে চা’বো হৃদয়ে ভূমের মাটি,
আড়াল থেকে কলকাঠি যে নাড়বে অবশেষে?
জনম যদি দিলা তুমি অতি ভালোবেসে!
জানি গুঁজে চাঁদ রাতে ফুল মেঘের দীঘল কেশে,
কও তো পিরিত সাগর বিনে হয় কি মেঘের খাঁটি?
জনম যদি দিলা তুমি অতি ভালোবেসে,
তার কাছে ক্যান সঁপতে চা’বো হৃদয়ে ভূমের মাটি?
========================@@@
জনম যদি দিলা তুমি অতি ভালোবেসে,
তার কাছে ক্যান সঁপতে চা’বো হৃদয়ে ভূমের মাটি,
আড়াল থেকে কলকাঠি যে নাড়বে অবশেষে?
জনম যদি দিলা তুমি অতি ভালোবেসে!
জানি গুঁজে চাঁদ রাতে ফুল মেঘের দীঘল কেশে,
কও তো পিরিত সাগর বিনে হয় কি মেঘের খাঁটি?
জনম যদি দিলা তুমি অতি ভালোবেসে,
তার কাছে ক্যান সঁপতে চা’বো হৃদয়ে ভূমের মাটি?
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০২/১২/২০২২ভাল।
-
ফয়জুল মহী ০২/১২/২০২২মনের গভীরে লালন করা ভাবনাকে বাক্যে সাজিয়ে কাব্যের মাধুর্য ফুটিয়ে তুলেছেন । মনোরম সেই ভাবনা।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/১২/২০২২সুন্দর প্রশ্ন।
-
জাজাফী ০২/১২/২০২২দারুন লেখা। চমৎকার।