টুকরো কথা -৪৭ (বরই প্রত্যাশী)
টুকরো কথা -৪৭ (বরই প্রত্যাশী)
==========================@@@
এই হৃদপিণ্ডে যদি যথেষ্ট শক্তি থাকতো
সজোরে ঢিল ছুঁড়তাম ঊর্ধ্ব বরাবর
ক’টা বরই পাড়ার লক্ষ্যে
স্বর্গ থেকে!
কবে যে শৈশব পেরিয়েছি
তারপর আমার পৃথিবীতে
আর বরই গাছ পাইনি, যেটা বিধাতার!
অথচ রয়েই গেছি আজও সেই
বরই প্রত্যাশী!
==========================@@@
এই হৃদপিণ্ডে যদি যথেষ্ট শক্তি থাকতো
সজোরে ঢিল ছুঁড়তাম ঊর্ধ্ব বরাবর
ক’টা বরই পাড়ার লক্ষ্যে
স্বর্গ থেকে!
কবে যে শৈশব পেরিয়েছি
তারপর আমার পৃথিবীতে
আর বরই গাছ পাইনি, যেটা বিধাতার!
অথচ রয়েই গেছি আজও সেই
বরই প্রত্যাশী!
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৯/২০২৩বেশ!!
-
রাবেয়া মৌসুমী ১৯/০৯/২০২৩আহারে ,প্রত্যাশা বৃথা যায়না।পাবে...।।
-
সুসঙ্গ শাওন ১৭/০৯/২০২৩বাহ! বেশ সুন্দর
-
ফয়জুল মহী ১৭/০৯/২০২৩দারুণ ভাবনায় অনবদ্য লিখেছেন
-
আব্দুর রহমান আনসারী ১৭/০৯/২০২৩অনুপম
-
অভিজিৎ হালদার ১৭/০৯/২০২৩ভালো ।