www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বলো না শুধু (অণু)

বলো না শুধু! (অণু)
====================@@@

যেভাবেই যতো দাও না দুঃখ
সয়ে সয়ে নিভৃতে,
রচে যাবো আমি হৃদয়ের কথা
যেচে সকলেরই হিতে।

অভিযোগ কিছু রাখবো না মনে
বুঝেও করলে ভান,
বলো না তোমরা না বুঝলে শুধু
করেছি এ অপমান!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৬/২০২২

মন্তব্যসমূহ

 
Quantcast