www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বোকার পরিণতি

বোকার পরিণতি
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥

সাপ চলেছে পুকুর জলে
তাই দেখে এক মাছ,
ভাবলো এ তো দারুণ খেলা
ছন্দ তালের নাচ।

লেজ বাঁকিয়ে ডাইনে বামে
করছে মজার খেল,
ক্যান বা আমি থাকতে ডুবে
মানবো হারের ফেল।

পিঠ খুশিতে তুললো ভেসে
গর্বে আশার ‍বুক,
রৌদ্র তাপে ভাবলো এ তো
স্বর্গ সুখের যুগ।

হায়রে কতো হদ্দ বোকা
শোল বোয়ালের দল,
নইলে ডুবে ক্যান বা থাকে
জল গহিনের তল।

লেজ বাঁকিয়ে লম্প খেলা
চলছে যখন বেশ,
ঠোঁট দু’ দিয়ে মাছরাঙাটি
করলো খেলার শেষ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৪/০৬/২০২০

মন্তব্যসমূহ

  • খুব ভালো লাগলো!
  • অভিজিৎ জানা ২৪/০৬/২০২০
    বেশ সুন্দর ছ্ড়া!
  • চমৎকার লেখনী
  • ফয়জুল মহী ২৪/০৬/২০২০
    অত্যন্ত চমৎকার লেখনী । ।
 
Quantcast