www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বোহেমিয়ান কাল

বোহেমিয়ান কাল
=========================@@@

কিঞ্চিত খুশবু পেতে আজীবন আমি
চৌদিকে ছুটেছি একা ঊর্ধ্বশ্বাসে ভুলে অভিমান,
কোথাও মিলেনি দেখা দেয় নিকো কেউ
বিধ্বস্ত হয়েছে ঘাতে ক্ষণে ক্ষণে বরঞ্চ এ’ প্রাণ।

শীতল তা তপ্ত বলে করি নিকো ভেদ
খুঁজেছি মেঘেরও কাছে সকাতরে রবি থেকে শনি,
ফিরিয়ে দিয়েছে সেও বাঁকা হাসি টেনে
নগরেই ছিলো যার খুশবুর বিশাল বিপণী।

ঘুরেছি জঙ্গলে বনে পর্বতের গায়ে
নীরব নিশীথে একা চন্দ্রিমার প্রস্ফুটিত বাগে,
নিরাশ হয়েছি আরও বুঝে অবশেষে
দিবে না কখনও ঘ্রাণ মৃগনাভি হোক অনুরাগে।

ফিরছি যখন বাড়ি ব্যর্থ মনোরথে
রাস্তার অদূরে দেখি পড়ে আছে যেন এক লাশ,
কবেকার কি জানি কে নড়াচড়া হীন
সফেদ বসন তবু জেগে আছে ছড়ায়ে সুবাস।

ভাবলাম খুশি মনে এখানেই শুই
নিশ্চয় মিটবে আশা এ’ আমার পরম যে ক্ষণ,
হঠাৎই বললো কেউ বাম পাশে এসো
জোরেই তখন ধেয়ে বইছিলো পূবালী পবন।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০২/২০২৩

মন্তব্যসমূহ

 
Quantcast