বোধন বেলা
বোধন বেলা
===================@@@
একলা খালি হাতে
ধরায়) দিন বা এসে রাতে
পায় তো সবই চেয়ে,
ক্যান তবু রোজ কাঁদে সুবোধ
খসলে কিছু গেয়ে?
তাই বলি ও জের!
বিধি) দান করে সুখ ঢের
আবার) নেয় যদি তা ফের,
ভাবিস ক্যা তুই অস্তাচলে
গড়ে দুখের ঘের?
বন্ধ হলে জব
তবু) নয় কি তিনিই রব,
গড়ছে যে এই আকাশ-পাতাল
স্বর্গ-নরক সব?
বুঝেও) দুঃখ সুখের খেলা
কভু) করিস নে তুই হেলা,
মনটা দেখে উদাস হলে
খুঁজিস বোধন বেলা!
===================@@@
একলা খালি হাতে
ধরায়) দিন বা এসে রাতে
পায় তো সবই চেয়ে,
ক্যান তবু রোজ কাঁদে সুবোধ
খসলে কিছু গেয়ে?
তাই বলি ও জের!
বিধি) দান করে সুখ ঢের
আবার) নেয় যদি তা ফের,
ভাবিস ক্যা তুই অস্তাচলে
গড়ে দুখের ঘের?
বন্ধ হলে জব
তবু) নয় কি তিনিই রব,
গড়ছে যে এই আকাশ-পাতাল
স্বর্গ-নরক সব?
বুঝেও) দুঃখ সুখের খেলা
কভু) করিস নে তুই হেলা,
মনটা দেখে উদাস হলে
খুঁজিস বোধন বেলা!
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৫/০১/২০২৩নাইস
-
সাখাওয়াতুল আলম চৌধুরী. ০৫/০১/২০২৩চমৎকার লিখেছেন। কিন্তু [(] এই চিহ্ন কেন দিয়েছেন?
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৪/০১/২০২৩সুন্দর লিখেছেন।
-
আলমগীর সরকার লিটন ০৪/০১/২০২৩সুন্দর ভাবনাময়
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৪/০১/২০২৩ভাল হয়েছে কবিতা।
-
ফয়জুল মহী ০৪/০১/২০২৩অত্যন্ত সুন্দর
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৪/০১/২০২৩নাইস