বিরহী নিশি (ট্রায়োলেট)
বিরহী নিশি (ট্রায়োলেট)
====================@@@
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।
পাখির স্বপ্ন যতো হয়েছে অরাতি।
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
তবুও ঝিঁঝিঁর ডাক উঠেছে কি মাতি,
ভুলেছে মশক বলে নালার দু’কূল?
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।
====================@@@
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।
পাখির স্বপ্ন যতো হয়েছে অরাতি।
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
তবুও ঝিঁঝিঁর ডাক উঠেছে কি মাতি,
ভুলেছে মশক বলে নালার দু’কূল?
ঝাড়ের জোনাকও আজ হারায়েছে খ্যাতি!
নিশির বদনে নেই জ্যোৎস্নার ফুল।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ ২০/০১/২০২২অসাধারণ অনবদ্য
-
জামাল উদ্দিন জীবন ১৯/০১/২০২২ভালো
-
ফয়জুল মহী ১৮/০১/২০২২বাহ্ বেশ লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০১/২০২২ভাল।
-
অভিজিৎ হালদার ১৮/০১/২০২২ভালো ভাবনা
-
শুভজিৎ বিশ্বাস ১৮/০১/২০২২বাহ্যিক। বেশ বেদনাময়
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৮/০১/২০২২সুন্দর বিরহ নিশী।