ভূতুরে জীবন (ব্যঙ্গ)
ভূতুরে জীবন (ব্যঙ্গ)
=====================@@@
ভূতুরে জীবন দ্যাখ চেয়ে মাগো
স্বাধীন আমার বাক,
আয়েশেই শুনি সাঁঝে ফেউ আর
ভোরে মোরগের ডাক।
ছলনে-ঢলনে সভ্যের সাড়া
কি যে লাগে মনোহর!
আরও ভালো লাগে বাড়ছে দেখলে
লাফিয়ে ক্ষুধার দর।
মায়া বিনে আজ সখ্যের বুক
গড়ে আরজির রেশ,
রক্ষক নেই তাতে কি হয়েছে
তক্ষক আছে ফ্রেস!
=====================@@@
ভূতুরে জীবন দ্যাখ চেয়ে মাগো
স্বাধীন আমার বাক,
আয়েশেই শুনি সাঁঝে ফেউ আর
ভোরে মোরগের ডাক।
ছলনে-ঢলনে সভ্যের সাড়া
কি যে লাগে মনোহর!
আরও ভালো লাগে বাড়ছে দেখলে
লাফিয়ে ক্ষুধার দর।
মায়া বিনে আজ সখ্যের বুক
গড়ে আরজির রেশ,
রক্ষক নেই তাতে কি হয়েছে
তক্ষক আছে ফ্রেস!
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৭/০৬/২০২২সুন্দর প্রকাশ।
-
সুকান্ত ঘোষ ১৭/০৬/২০২২বাহ
-
শুভজিৎ বিশ্বাস ১৭/০৬/২০২২Khub sundor