www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভোলানাথের চিঠি

ভোলানাথের চিঠি
বোরহানুল ইসলাম লিটন
=================৥৥৥

ভোলানাথ চিঠি গোপনে লিখিতে
বসিয়া রাত্রি বেলা,
কখনো ভেসেছে খুশির সায়রে
স্বপ্নে করিয়া খেলা।

কখনো বা জমে হৃদয় আকাশে
শঙ্কা ভীতির মেঘ,
অবুঝ সাহসে যতনে কেড়েছে
লাজ শরমের বেগ।

প্রেয়সী যে তার পাশের বাড়ির
অবলা লক্ষ্মী রানী,
কথা যেন তার সিন্দুকে ভরা
বাক্সে হৃদয়খানি।

কতো গেছে ক্ষণ আশায় ভাবিয়া
বলেনি মনের কথা,
ভোলানাথ ভয়ে অন্তর মাঝে
রেখেছে প্রেমের ব্যথা।

বিহিত একটা করতেই হবে
করিয়া হৃদয়ে পণ,
বসেছে আজিকে পত্র লিখিতে
গড়ায়ে চলেছে ক্ষণ।

সামনে যদি বা এক পা বাড়ায়
পিছনে ফিরায়ে দুই,
খুঁজিয়া চলেছে সুধা মাখা কথা
খেয়েছে যেন তা উই,

অবশেষে লিখে ‘লক্ষ্মী তোমায়
বড্ড বেসেছি ভালো’,
তখনি হাসিয়া ধরণী বুকে
ফুটিল ভোরের আলো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৬/২০২০

মন্তব্যসমূহ

  • অনিন্দ্য লেখনী! মুগ্ধ হলাম প্রিয় কবি।
  • ডাঃঅলোক সরকার ২৭/০৬/২০২০
    প্রিয় কবিবর,
    বহুদিন পর একটা সুন্দর লেখা কবিতা পরলাম।খুব ভালো লেগেছে।
  • অভিজিৎ জানা ২৪/০৬/২০২০
    খুবই সুন্দর লেখা!
  • খুবই সুন্দর লেখা।
  • Md. Rayhan Kazi ১৯/০৬/২০২০
    দারুন হয়েছে৷
  • অনন্য।
  • ইতি হালদার ১৯/০৬/২০২০
    দারুণ দারুণ ......।।
  • চমৎকার লিখা । কবিকে জানায় শুভকামনা র্সবদা।
  • ভালো
 
Quantcast