ভান
ভান
======================@@@
সকল মানুষই চুপে গহনে লুকায় ভান,
যেজন বুঝে না খেলা সেও দেখি গুণে রান!
জ্ঞানে যে নিঃস্ব অতি
সে যদি সাজতে পতি
পোশাকের আড়ে রাখে হৃদয়ের আনচান,
হাসে কি হুতোম মূখী শুনে কভু গুণগান??
তুলতো যে চেয়ে টাকা বোবা আলী আনছার,
অনেকে বলতো দেখে নিশ্চয় ভান সার!
এভাবেই সেজে বোকা
সবাইকে দিয়ে ধোকা
একদিন টুপ করে আনবেই পালসার!
ও বেলা মরেনি কি সে ভানে সয়ে ক্যান্সার??
======================@@@
সকল মানুষই চুপে গহনে লুকায় ভান,
যেজন বুঝে না খেলা সেও দেখি গুণে রান!
জ্ঞানে যে নিঃস্ব অতি
সে যদি সাজতে পতি
পোশাকের আড়ে রাখে হৃদয়ের আনচান,
হাসে কি হুতোম মূখী শুনে কভু গুণগান??
তুলতো যে চেয়ে টাকা বোবা আলী আনছার,
অনেকে বলতো দেখে নিশ্চয় ভান সার!
এভাবেই সেজে বোকা
সবাইকে দিয়ে ধোকা
একদিন টুপ করে আনবেই পালসার!
ও বেলা মরেনি কি সে ভানে সয়ে ক্যান্সার??
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৯/১২/২০২১সুশীল একটা লেখা
-
অভিজিৎ হালদার ২৯/১২/২০২১ভালো ভাবনা
-
আলমগীর সরকার লিটন ২৯/১২/২০২১লিমেরিক সুন্দর কবি দা